ব্রাজিলে ভূমিধস ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৬

ব্রাজিলের পাহাড় ঘেরা মনোরম শহর পেট্রোপলিসে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৩৬ জনে দাঁড়িয়েছে।

বৃষ্টি ও আকস্মিক বন্যায় কাদামাটিতে তলিয়ে যাওয়া লোকদের উদ্ধারে গতকাল শুক্রবারও (১৯ ফেব্রুয়ারি) কর্তৃপক্ষ ব্যাপক উদ্ধার অভিযান অব্যাহত রাখে। 

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো এই ঘটনাকে ‘যুদ্ধ দৃশ্য’ বলে অভিহিত করেছেন।

বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন, রিও ডি জেনিরো থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তরে মনোরম এই পর্যটন শহর থেকে এ পর্যন্ত ১৩৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তিনদিন পর নিখোঁজ লোকদের বেঁচে থাকার আশা দ্রুত ক্ষীণ হয়ে আসছে। 

মেট্রোপলিসের মেয়র রুবেনস বোমটেম্পো গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন, এতো সময় পাড় হয়েছে যে, এখন কাউকে জীবিত পাওয়া কঠিন।

রিও ডি জেনিরোর গভর্নর ক্লদিও কাস্ত্রো বলেছেন, ১৯৩২ সালের পর এই প্রবল মৌসুমী বৃষ্টিপাতে গত মঙ্গলবার শহরের রাস্তাগুলো নদীতে পরিণত হয়, এতে বাড়ি, গাড়ি ও গাছপালা ভাসিয়ে নিয়ে যায়। 

শুক্রবার বোলসোনারো হেলিকপ্টারে করে মেট্রোপলিসের অবস্থা দেখে সাংবাদিকদের বলেন, আমরা যুদ্ধের দৃশ্যের মতো ব্যাপক ধ্বংস দেখছি।

রশিয়া ও হাঙ্গেরি সফর শেষে বোলসোনারো সরাসরি পেট্রোপলিসে যান। 

কর্মকর্তারা শুক্রবার গভীর রাতে বলেছেন, ২১৮ জন এখনও নিখোঁজ রয়েছেন, এদের মধ্যে ৫৭ জন উদ্ধার করা লাশের মধ্যে থাকতে পারেন, এই লাশগুলো এখনও শনাক্ত করা হয়নি। 

প্রায় তিন লাখ লোক অধ্যুষিত এ শহরে শুক্রবার সকালে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় আবারও অ্যালার্ম ঘণ্টা বাজানো হয়। -এএফপি

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //