ব্রাজিলে প্রবল বর্ষণে ১৪ জনের প্রাণহানি

ব্রাজিলের রিও ডি জেনিরো রাজ্যজুড়ে প্রবল বর্ষণের কারণে সৃষ্ট  আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ১৪ জন মারা গেছে। এদের মধ্যে আটটি শিশু রয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছে আরো পাঁচজন। 

রাজ্য ও স্থানীয় কর্তৃপক্ষ স্থানীয় সময় গতকাল শনিবার (২ এপ্রিল) এ তথ্য জানিয়েছে।

গত দুইদিন ধরে রিও ডি জেনিরো রাজ্যে মুষলধারে বৃষ্টি হচ্ছে। গত শুক্রবার (১ এপ্রিল) রাতে প্রচণ্ড ঝড়ের কারণে জলোচ্ছ্বাস দেখা দেয়। এতে শহরের অনেক রাস্তা তলিয়ে যায়। তীব্র স্রোতে ভেসে গেছে অনেকের ব্যক্তিগত গাড়ি। 

আগামী দিনগুলোতেও বর্ষণ অব্যাহত থাকবে বলে আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ব্রাজিলের পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। 

দেশটির দক্ষিণ-পূর্ব রাজ্যের আটলান্টিক উপকূলের বিস্তৃত অংশে ঝড় আঘাত হেনেছে। এতে একাধিক ভূমিধসের ঘটনায় প্রাণহানি হয়েছে। পর্যটন শহর পারাচিতে ভূমিধসে পাঁচ সন্তানসহ এক মায়ের মৃত্যু হয়েছে।


পারাচি শহরের মেয়র লুসিয়ানো ভিদাল বলেন, ৭০টির বেশি উদ্বাস্তু পরিবার আছে। আমরা তাদেরকে আশ্রয় ও হোস্টেল ভাড়া করে দিচ্ছি। ভূমিধস শহরের কয়েকটি অংশকে বিচ্ছিন্ন করে দিয়েছে, একাধিক রাস্তা আটকে দিয়েছে, পর্যটকদের বেশ পছন্দের ঔপনিবেশিক উপকূলীয় শহরটির একটি এলাকা পুরোপুরি বিদ্যুৎবিচ্ছিন্ন।

কেবল একদিনেই পারাচিতে ৩২২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা ছয় মাসের গড় বৃষ্টিপাতের সমান। আবহাওয়া পূর্বাভাসে আসছে দিনগুলোতে শহরটিতে আরো বৃষ্টির সম্ভাবনা থাকায় পর্যটকদের অন্যতম পছন্দের এ গন্তব্যে জরুরি অবস্থা জারি হয়েছে।

দেশটির প্রেসিডেন্ট জেইর বোলসোনারো ফেসবুকে বলেছেন, উদ্ধার প্রচেষ্টায় সহযোগিতার জন্যে কেন্দ্রীয় সরকার সামরিক বিমান পাঠিয়েছে। 

কংগ্রেস সদস্য মার্সেলো ফ্রেক্সো বলেছেন, মেসকুতা ও আংরা দে রেইস শহরে ভূমিধসে প্রাণ গেছে আরো দুজনের। এছাড়া ভূমিধসে অন্তত ১৩ জন নিখোঁজ রয়েছেন।

আরেক পর্যটন শহর আংরা দে রেইসে ভূমিধসে চাপা পড়ে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। অপরদিকে মেসকুতা শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তি (৩৮) মারা গেছেন।

আংরা শহরের আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সবশেষ ২৪ ঘণ্টায় সেখানে ৬৫৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শহরটিতে এর আগে এত বৃষ্টিপাত হয়নি বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। 

গত অক্টোবরে ব্রাজিলে বর্ষাকাল শুরু হয়েছে। এরপর থেকে বড় ধরনের নানা প্রাকৃতিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে দেশটি। ডিসেম্বরে বাহিয়া রাজ্যে ঝড়ে ২৪ জন প্রাণ হারিয়েছে। জানুয়ারিতে ব্রাজিলের দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা ও ভূমিধসে অন্তত ২৪ জন মারা গেছে। -এএফপি ও রয়টার্স

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //