ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় নিহত ৪৩

ইকুয়েডরে একটি কারাগারে বন্দীদের মধ্যে দাঙ্গায় কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছেন। এ দাঙ্গায় আরো অনেকে আহত হয়েছেন। এ ঘটনার পর ওই কারাগার থেকে ১০৮ বন্দীর নিখোঁজ রয়েছেন।

গতকাল সোমবার (৯ মে) দেশটির সান্তো ডোমিঙ্গো ডি লস কলোরাডোস শহরের বেলাভিস্তা কারাগারে ওই দাঙ্গার ঘটনা ঘটে। কারাগারে লস লোবোস ও আর-৭ নামের বিরোধী দুটি গ্যাংয়ের বন্দীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

দেশটির রাজধানী কুইতো থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে শহরটি অবস্থিত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইকুয়েডরের সরকারি কৌঁসুলির কার্যালয় জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

দেশটির পুলিশ প্রধান ফাউস্তো সালিনাস সাংবাদিকদের বলেন, দাঙ্গার ঘটনায় সময় পারিয়ে যাচ্ছিলেন এমন ১১২ বন্দীকে আটক করে ফিরিয়ে আনা হয়েছে। তবে এখনো ১০৮ বন্দীর খোঁজ পাওয়া যাচ্ছে না।

দাঙ্গায় আহতদের মধ্যে ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়ে ইকুয়েডরের স্বরাষ্ট্রমন্ত্রী প্যাট্রিসিও কারিলো বলেন, অনেক বন্দী গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

উল্লেখ্য, ইকুয়েডরে কারাগারে দাঙ্গার ঘটনা নতুন না। ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে দেশটির বিভিন্ন কারাগারের আলাদা পাঁচটি দাঙ্গার ঘটনা ঘটেছে। এসব দাঙ্গায় প্রায় ৩৫০ বন্দী নিহত হয়েছেন। সর্বশেষ গত মাসে দক্ষিণ ইকুয়েডরের এল তুরি কারাগারে এক দাঙ্গায় কমপক্ষে ২০ বন্দী নিহত হন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //