কোরীয় উপদ্বীপে মুখোমুখি উত্তর কোরিয়া-যুক্তরাষ্ট্র

একদিকে জাপানের ওকিনাওয়া দ্বীপের আন্তর্জাতিক পানিসীমায় বিরল যৌথ বিমান মহড়া চালিয়েছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। অন্যদিকে একইদিনে কোরীয় উপদ্বীপের পূর্ব দিকে স্বল্প-পাল্লার ৮টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এসব ঘটনায় উত্তেজনার সৃষ্টি হয়েছে পুরো কোরীয় উপদ্বীপ জুড়ে।

আজ রবিবার (৫ জুন) সিউলের স্থানীয় সময় সকাল ৯টা ৮ থেকে ৯টা ৪৩-এর মধ্যে উ. কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের নিকটবর্তী সুনান এলাকা থেকে ক্ষেপণাস্ত্রগুলো কোরীয় উপদ্বীপের পূর্ব দিকে ছোড়া হয়।

এটি চলতি বছর দেশটির ১৭তম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। গত ২৫ মে শেষ বার পরীক্ষা চালিয়েছিল দেশটি। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এশিয়া সফরে শেষ করে ফেরার মধ্যেই ৮টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে নিজেদের শক্তির জানান দিলো কিম জং উনের দেশ।

পিয়ংইয়ংয়ের একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে কঠোর প্রতিবাদ জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। তিনি একে জাতিসংঘের স্পষ্ট নিয়ম লঙ্ঘন বলে মন্তব্য করেন। 

উৎক্ষেপণের প্রতিক্রিয়ায়, দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী ওই এলাকায় নজরদারি জোরদার করেছে।

এদিকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার একদিন আগেই জাপানের ওকিনাওয়া দ্বীপের আন্তর্জাতিক পানিসীমায় দক্ষিণ কোরিয়ার সাথে তিন দিনের বিরল বিমান মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে বিমান প্রতিরক্ষা, অ্যান্টি শিপ, অ্যান্টি সাবমেরিন এবং সামুদ্রিক অভিযানের মতো বিষয়গুলোতে জোর দেওয়া হয়েছে।

মহড়া শেষ হতেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া। সূত্র : সিএনএন

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //