কফিনে বেঁচে যাওয়া সেই নারী মারা গেছেন

ইকুয়েডরের নাগরিক বেলা মনতয়া নামের ওই নারী অবশেষে মৃত্যুবরণ করেছেন। এর আগে নিজের অন্ত্যেষ্টিক্রিয়ার ঠিক আগ মুহূর্তে কফিনে শুয়ে থাকা মৃত বলে ঘোষণা দেওয়া মনতোয়া নিঃশ্বাস নিচ্ছিলেন বলে শোরগোল ফেলে দিয়েছিলেন তার আত্মীয় পরিজনদের মধ্যে। পরে তাকে ইনসেনটিভ কেয়ারে নেওয়ার সাত দিন পর মারা গেলেন। গত শুক্রবার (১৬ জুন) মারা যান বেলা।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্যটি নিশ্চিত করেছে। মন্ত্রণালয় জানায়, হাসপাতালে আনার এক সপ্তাহের মাথায় বেলা মস্তিষ্কে রক্তক্ষরণে মারা গেছেন।

এর আগে স্বজনেরা বেলার মরদেহ ইকুয়েডরের কুইটো প্রদেশের ২০৮ কিমি (১২৯ মাইল) দূরে অবস্থিত উত্তর পশ্চিমের বাবাহোয়োর নিজ বাড়িতে অন্ত্যেষ্টিক্রিয়ার প্রস্তুতি নেওয়ার সময়  কয়েক ঘণ্টা তার মরদেহ কফিনে ছিল। তবে কফিনের ঢাকনা খোলা ছিল। পরে সমাধিস্থ করার আগে শোকার্ত স্বজনেরা যখন বেলার কাপড় বদলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তখন হঠাৎ তারা দেখেন কফিনে শুয়ে বেলা শ্বাস প্রশ্বাস নিচ্ছেন।

এসময় দ্রুত কফিন থেকে বের করে বেলাকে নেওয়া হয় হাসপাতালে।

এর আগে ৯ জুন হাসপাতালের চিকিৎসকেরা বেলাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে তার ছেলে গিলবারতো বারবেরা মনতোয়া জানান, এখনও পর্যন্ত ঠিক কি কারণে মারা গেছেন সে বিষয়ে কোন মেডিকেল রিপোর্ট পাইনি। এবারে আমার মা সত্যিই মারা গেলেন। 

এদিকে শুক্রবার বেলাকে সমাহিত করা হয়েছে। এর আগে অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য যেখানে নেওয়া হয়েছিল, এবার সেখানেই বেলার অন্তিম কাজ সম্পন্ন করা হয়েছে।

তিনি পেশায় একজন সেবিকা ছিলেন। 

সূত্র: দ্যা গার্ডিয়ান    

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //