ফের রিমান্ডে জিকে শামীমের ৭ সহযোগী

মানি লন্ডারিং আইনে দায়ের করা মামলায় যুবলীগ নেতা জি কে শামীমের সাত সহযোগীর ফের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার এ মামলায় রিমান্ড শুনানিতে তাদের কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।মামলাটির তদন্ত কর্মকর্তা তাদের ১০ দিন রিমান্ডের আবেদন জানান। দুপুরে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এ মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডপ্রাপ্ত সাতজন হলেন- দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, জাহিদুল ইসলাম, শহীদুল ইসলাম, কামাল হোসেন, সামসাদ হোসেন ও আনিছুল ইসলাম।

আসামিপক্ষে শুনানি করেন আবদুর রহমান হাওলাদার ও শওকত ওসমান। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন রকিবুল ইসলাম।

এর আগে অস্ত্র মামলায় চার দিনের রিমান্ড শেষে গত ২৬ সেপ্টেম্বর তাদের কারাগারে পাঠিয়েছিলেন আদালত।

গত ২০ সেপ্টেম্বর নিকেতনে শামীমের বাড়িতে অভিযান চালায় র‍্যাব। এ সময় শামীমসহ তার ছয় সহযোগীকে গ্রেপ্তার করা হয়। শামীমের অফিস থেকে ১৬৫ কোটি টাকার এফডিআরের কাগজপত্রসহ নগদ প্রায় দুই কোটি টাকা জব্দ করা হয়। এ সময় তার কাছ থেকে একটি অস্ত্রও জব্দ করা হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //