ফাহাদ হত্যা: সকালের স্বীকারোক্তি

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার আসামি বুয়েট ছাত্রলীগের সাবেক উপসমাজসেবা সম্পাদক ইফতি মোশাররফ সকাল ঢাকা ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে

আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট সাদবির ইয়াসির আহসান চৌধুরী সকালের জবানবন্দি রেকর্ড করেন। 

আবরার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সকাল। এরইমধ্যে ছাত্রলীগ থেকে তাকে বহিষ্কার করেছে। গত ৮ অক্টোবর তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে রিমান্ডে নেয়। রিমান্ডে থাকাবস্থায় সে স্বীকারোক্তিমূলক জাবনবন্দি দিয়েছে।

আজ দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামান তাকে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে জবানবন্দি গ্রহণের আবেদন জানান। এরপর ম্যাজিস্ট্রেট তার জবানবন্দি গ্রহণ করেন। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //