নান্দাইলে পল্টন হত‌্যা মামলায় ১০ জনের মৃত্যুদণ্ড

ময়মনসিংহের নান্দাইলে দোকানি মাজহারুল ইসলাম ওরফে পল্টন হত্যা মামলায় ১০ জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আাদলত।

পাশাপাশি অপরাধে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় সাতজনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- একলাছ উদ্দিন, আবুল কাশেম ফকির ওরফে বাচ্চু, কবির মিয়া, আবুল কাশেম ওরফে আবু, আবুল কালাম আজাদ, চন্দন, শুক্কুর আলী, বাদল মিয়া, ফারুক মিয়া ও রুমা আক্তার। 

গত ৫ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত রায়ের জন‌্য এ দিন ঠিক করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৭ সালের ২৮ ফেব্রুয়ারি রাত থেকে ১ মার্চ সকালের মধ্যে মাজহারুলকে তার ওষুধের দোকানে মাথা ও কপালে আঘাত করে খুন করা হয়। হত্যার পর দোকানের ভেতরে বাঁশের খুঁটির সঙ্গে গামছা দিয়ে মরদেহ বেঁধে রেখে দোকানে তালা দিয়ে চলে যায় আসামিরা।

এ ঘটনায় পল্টনের বোন বিউটি আক্তার ১ মার্চ নান্দাইল থানায় মামলা দায়ের করেন। 

মামলাটি তদন্ত করে ২০০৮ সালের ৩১ জানুয়ারি ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা নান্দাইল থানার ওসি জসিম উদ্দিন। চার্জশিট দাখিল হওয়ার পর জব্বর মোহরী নামে এক আসামি মারা যান। আদালত জব্বর মোহরীকে অব্যাহতি দিয়ে ১৭ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। 

মামলার বিচার চলাকালে আদালত চার্জশিটভুক্ত ৩০ সাক্ষীর মধ্যে ২০ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //