ঝালকাঠির পিপি হত্যায় ৫ জেএমবির মৃত্যুদণ্ড বহাল

ঝালকাঠির পিপি (সরকারি কৌঁসুলি) হায়দার হোসেন হত্যা মামলায় পাঁচ আসামির মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছেন হাইকোর্ট।

বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ড অনুমোদন) শুনানি শেষে রবিবার বিকালে এ রায় দেন হাইকোর্ট।

বিচারপতি সৌমেন্দ্র সরকার ও বিচারপতি শাহেদ নুরুদ্দীনের সমন্বয়ে গঠিত বেঞ্চ থেকে এ রায় আসে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ বলেন, মৃত্যুদণ্ড বহাল থাকা পাঁচ আসামি নিষিদ্ধ জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য।

তারা হলো- আবু শাহাদাত মো. তানভীর ওরফে মেহেদি, মুরাদ হোসেন, মো. বিল্লাল হোসেন, আমিনুল ওরফে আমির হোসেন ও সমীর হোসেন ভূঁইয়া। পাঁচ আসামির মধ্য বিল্লাল হোসেন পলাতক। বাকিরা কারাগারে।

২০০৭ সালের ১১ এপ্রিল ঝালকাঠির গোরস্তান মসজিদ থেকে বের হওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান পিপি হায়দার হোসেন। এই ঘটনার পর দিন ঝালকাঠি থানায় হত্যা মামলা করেন নিহত ব্যক্তির ছেলে তারেক ইবনে হায়দার। এ মামলায় ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি রায় দেন ঝালকাঠির অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুল হালিম। রায়ে পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দেয়া হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //