দুই ছেলের জামিন, কারাগারে হাসেমসহ ৬ জন

হাসেম ফুডস কারখানায় অগ্নিকাণ্ডে অর্ধ শতাধিক মানুষের মৃত্যুর মামলায় সজীব গ্রুপের চেয়ারম্যান মো. আবুল হাসেম ও দুই ছেলেসহ ছয়জনের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠিয়েছে আদালত।

তবে পুলিশের দায়ের করা এ হত্যা মামলায় গ্রেফতার হাসেমের চার ছেলের মধ্যে বাকি দুজনকে জামিন দেয়া হয়েছে।

বুধবার (১৪ জুলাই) আসামিপক্ষের আবেদনের শুনানি করে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফাহমিদা খাতুন  এ আদেশ দেন।

চার দিনের রিমান্ড শেষে এই আট আসামিকে বুধবার আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রূপগঞ্জ থানার পরিদর্শক হুমায়ুন কবির। অন্যদিকে আসামিদের পক্ষে জামিনের আবেদন করা হয়।

জামিন আবেদনের ওপর শুনানি করেন আইনজীবী মাহবুবুর রহমান লিট্ন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন কোর্ট পরিদর্শক আসাদুজ্জামান এবং মাহবুবুর রহমান ইসমাইল।

শুনানি শেষে বিচারক হাসেমের দুই ছেলে তাওসীব ইব্রাহীম (৩৩) ও তানজিম ইব্রাহীমের (২১) জামিন মঞ্জুর করেন।

আর সজীব গ্রুপের চেয়ারম্যান হাসেম, তার বাকি দুই ছেলে হাসীব বিন হাসেম (৩৯) ও  তারেক ইব্রাহীম (৩৫), সজীব গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহানশাহ আজাদ, হাসেম ফুডসের উপমহাব্যবস্থাপক মামনুর রশীদ এবং প্রশাসনিক কর্মকর্তা প্রকৌশলী মো. সালাউদ্দিনকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান ইসমাইল বলেন, তাওসীব ইব্রাহীম ও তানজিম ইব্রাহীম বিদেশে পড়ালেখা করতেন। তারা কোম্পানি পরিচালনার সাথে যুক্ত ছিলেন না। সে কারণে বিচারক ২০ হাজার টাকা মুচলেকায় তাদের জামিন মঞ্জুর করেছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //