দেয়াল ধসে শিশুর মৃত্যুতে ১ কোটি টাকা ক্ষতিপূরণের রুল

রাজধানীর আজিমপুরে দেয়াল চাপায় শিশু জিহাদের (৭) মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান প্রকৌশলীসহ ৮ বিবাদীকে আগামী চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) একটি রিট আবেদনের প্রাথমিক শুনানিতে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন সৈয়দ মহিউদ্দিন কবির।

গত ৯ নভেম্বর রাজধানীর আজিমপুরের শেখ সাহেব বাজার সরকারি কলোনির পাশ দিয়ে প্রথম শ্রেণির শিক্ষার্থী জিহাদকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন তার বাবা। তখন কলোনির সীমানা প্রাচীরের দেয়াল ধসে চাপা পড়ে শিশুটি। পরবর্তী সময়ে এলাকাবাসীর সহযোগিতায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

জিহাদের মৃত্যুর ঘটনায় ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সংশ্লিষ্টদের চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষে ব্যারিস্টার আব্দুল হালিম এবং সুপ্রিম কোর্টের দুই আইনজীবী মো. মুহিদুল কবীর ও মনির হোসেন পৃথক দুটি আইনি নোটিশ পাঠান। তবে এর জবাব না পেয়ে আইন অধিকার ফাউন্ডেশন ও জিহাদের বাবা নাজির হোসেন হাইকোর্টে রিট জমা দেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //