জামায়াত নেতা শাহজাহানসহ ১৮ জনের বিচার শুরু

চট্টগ্রামের একটি বৌদ্ধবিহারে অগ্নিসংযোগ ও ভাঙচুরের মামলায় সাতকানিয়া-লোহাগাড়া আসনের জামায়াতের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীসহ ১৮ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

সোমবার (২৭ ডিসেম্বর) চট্টগ্রাম জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম কামরুন নাহার রুমি শুনানি শেষে অভিযোগ গঠনের আদেশ দেন।

অন্য আসামিদের মধ্যে রয়েছেন জামায়াতের চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির জাফর সাদেক, সাতকানিয়া উপজেলা জামায়াত আমির আবুল ফয়েজ, নায়েবে আমির নুরুল হকসহ স্থানীয় নেতাকর্মী।

চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হুমায়ুন কবির বলেন, শাহজাহান চৌধুরীসহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আগামী বছরের ৩০ মার্চ মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। এর জেরে সাতকানিয়ার রূপনগর বৌদ্ধবিহারে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

এ ঘটনায় বিহারের সাধারণ সম্পাদক রতন বড়ুয়া বাদী হয়ে সাতকানিয়া থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৭ সালের ২২ জানুয়ারি শাহজাহান চৌধুরীসহ ১৮ নেতাকর্মীকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ। অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচারের কাজ শুরু হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //