আপিল বিভাগে নিয়োগ পেলেন ৪ বিচারক

সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের চার বিচারককে আপিল বিভাগে নিয়োগ দিয়েছে সরকার। 

আজ রবিবার (৯ জানুয়ারি) রাষ্ট্রপতি আবদুল হামিদের আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সচিব (দায়িত্বপ্রাপ্ত) মো. গোলাম সারওয়ার সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগে কর্মরত চারজন বিচারককে তাদের শপথ গ্রহণের তারিখ থেকে বাংলাদেশ সুপ্রীম কোর্ট আপিল বিভাগের বিচারক নিয়োগ করেছেন।

নিয়োগ পাওয়া বিচারকরা হলেন- বিচারক বোরহান উদ্দিন, বিচারক এম. ইনায়েতুর রহিম, বিচারক এফ আর এম নাজমুল আহসান ও বিচারক কৃষ্ণা দেবনাথ। 

এ নিয়ে বর্তমানে আপিল বিভাগে বিচারকের সংখ্যা হলো আটজন। এ নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।

প্রধান বিচারক হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগে আরও দায়িত্ব পালন করছেন- বিচারক মোহাম্মদ ইমান আলী, বিচারক মো. নূরুজ্জামান ও বিচারক ওবায়দুল হাসান।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //