হত্যা মামলায় ২ জনের ফাঁসি বহাল আপিল বিভাগেও

রাজশাহী বাগমারার শুভডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম রব্বানীসহ দুইজনকে হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

অপর দুইজনের মৃত্যুদণ্ডাদেশ কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। 

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগ আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) এই রায় ঘোষণা করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

চেয়ারম্যান থাকা অবস্থায় ২০০০ সালের ১৬ জানুয়ারি সন্ধ্যায় সর্বহারা দলের সন্ত্রাসীরা গোলাম রব্বানীকে নির্মমভাবে হত্যা করে। এসময় গ্রামবাসী মাইকে ঘোষণা দিয়ে প্রতিরোধ করতে গেলে আইয়ুব আলী নামে আরও একজনকে হত্যা করে তারা।

এ ঘটনার বিচার শেষে ২০০৫ সালে বিচারিক আদালত ছয়জনকে মৃত্যুদণ্ড ও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে ২০১০ সালে হাইকোর্ট বিভাগ যাবজ্জীবন প্রাপ্তদের খালাস দিয়ে মৃত্যুণ্ডাদেশ প্রাপ্তদের দণ্ড বহাল রাখেন। এরপর আসামিরা আপিল করেন। সেই আপিলের শুনানি শেষে আজ বুধবার রায় দিলেন আপিল বিভাগ।

রায়ের পর ডেপুটি এটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ জানান, মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্তদের মধ্যে বিকাশ পলাতক ছিলেন। তিনি কখনও আপিল করেননি। মতিউর রহমান নামের আরেক আসামি মৃত্যুবরণ করেছেন। 

তিনি বলেন, ফারুক ও গফুর নামের দুইজনের মৃত্যুদণ্ডাদেশ আপিল বিভাগের রায়ে বহাল থাকলো। সেতাব ও সামান নামে দুইজনের মৃত্যুদণ্ডাদেশ কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //