সম্রাটের জামিন আবেদন আবারো বাতিল

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতিযুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন আবেদন আবারো খারিজ করে দিয়েছেন আদালত।

ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) এ আদেশ দেন।

এর আগে গত ১৩ এপ্রিল একই আদালত সম্রাটের জামিন আবেদন নাকচ করেন।

আজকের শুনানিতে সম্রাটের আইনজীবী এহসানুল হক সমাজী আদালতকে বলেন, সম্রাট হৃদরোগসহ বিভিন্ন রোগে ভুগছেন। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন থাকার পাশাপাশি ২০১৯ সালের ৬ অক্টোবর থেকে কারা হেফাজতে ছিলেন। তাই তার জামিনের আবেদন মঞ্জুর করা হোক।

অন্যদিকে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল এর বিরোধিতা করে বলেন, সম্রাটের বিরুদ্ধে আনা অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।

এ অবস্থায় উভয়পক্ষের শুনানি শেষে বিচারক এ মামলায় সম্রাটের জামিন আবেদন নামঞ্জুর করেন।

এর আগে গত ১০ এপ্রিল অস্ত্র মামলায় ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফায়সাল আতিক বিন কাদের এবং অর্থপাচার মামলায় ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন জামিন মঞ্জুর করেন।  

পরদিন ১১ এপ্রিল ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখার শুনানি শেষে ১০ হাজার টাকা মুচলেকায় রমনা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তার জামিন মঞ্জুর করেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //