ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের প্রতারণা নিয়ে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) রিপোর্টকে দায়সারা রিপোর্ট উল্লেখ করে তাতে অসন্তোষ প্রকাশ করে ফের যথাযথভাবে প্রতিবেদনের দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।
একইসাথে ই-অরেঞ্জের প্রতিষ্ঠাতা সোনিয়া মেহজাবীনের ভাই বরখাস্ত পুলিশ পরিদর্শক শেখ সোহেল রানাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত।
আগামী ৩০ দিনের মধ্যে অভিযোগের বিষয়টি সুনির্দিষ্ট করে ফের প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত।
ই-অরেঞ্জের প্রতিষ্ঠাতা সোনিয়া মেহজাবীন তার স্বজনদের নিয়ে একাই সরিয়েছেন সাড়ে ১৮ কোটি টাকা এমন অভিযোগ উল্লেখ করে গতকাল বুধবার (২ নভেম্বর) প্রতিবেদন দাখিল করে বিএফআইইউ।
ওই প্রতিবেদনের শুনানি নিয়ে আদালত এ আদেশ দেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh