নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২২, ০৪:২৮ পিএম
আপডেট: ০৩ নভেম্বর ২০২২, ০৪:৩৩ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে করা দুর্নীতির মামলা সচলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি সংশ্লিষ্ট নিম্ন আদালতকে বিচার কার্যক্রম দ্রুত শেষ করতে বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত লিজুর সমন্বয়ে গঠিত বেঞ্চ স্থগিতাদেশ প্রত্যাহার করে এ আদেশ দেন।
শুনানির সময় গয়েশ্বর চন্দ্র রায়ের পক্ষে আইনজীবী নিতাই রায় চৌধুরী এবং দুদক ও রাষ্ট্রপক্ষে যথাক্রমে আইনজীবী খুরশীদ আলম খান ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক উপস্থিত ছিলেন।
জানা যায়, দুর্নীতি দমন কমিশন ২ কোটি ৮৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে ২০০৯ সালে রমনা থানায় একটি মামলা দায়ের করে।
পরে বিচার শুরু হলে ২০১০ সালে মামলার কার্যক্রম বাতিল চেয়ে উচ্চ আদালতে আবেদন করেন গয়েশ্বর। ফলে স্থগিত হয়ে যায় কার্যক্রম। দীর্ঘ ১২ বছর পর স্থগিতাদেশ বাতিল করে মামলাটি সচলের আদেশ এলো উচ্চ আদালত থেকে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh