ভালো কাজের ১০টি শর্তে সাজা এড়ালো ২৬ শিশু

রাজশাহীতে ২৬ শিশু আসামিকে বিভিন্ন অপরাধের ৩০টি মামলায় সাজা না দিয়ে ভালো কাজ করাসহ ১০টি শর্তে বিকল্প পন্থায় সংশোধনের আদেশ দিয়েছেন রাজশাহীর শিশু আদালত-২।

মঙ্গলবার দুপুরে রাজশাহী শিশু আদালত-২ এর বিচারক মুহা. হাসানুজ্জামান এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ২৫ জন ছেলে ও একজন ১জন মেয়ে শিশু রয়েছে।

রাজশাহীর শিশু আদালত-২ এর রাষ্ট্রপক্ষের আইনজীবি নাসরিন আক্তার মিতা বলেন, মারামারিসহ ছোট ছোট অপরাধে এসব শিশুরা অভিযুক্ত। আর কোনো অপরাধে জড়াবে না এমন শপথ পাঠসহ, ভালো কাজ করার নির্দেশে দিয়েছেন আদলত। আগামী ৬ মাস তারা সমাজসেবা অধিদপ্তরের প্রবেশনারি অফিসারের পর্যবেক্ষণে থাকবে। এ সময় তারা দুটি করে ভালো কাজ করবে। ভালো কাজ করে তারা নিজেদের সংশোধন করবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //