মশা মারতে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ হাইকোর্টের

মশার কামড়ে মানুষ মারা যাচ্ছে কিন্তু মশা নিধন করা যাচ্ছে না। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে হাইকোর্ট। সেইসাথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মশা নিধনে সিভিল এভিয়েশন, উত্তর সিটি করপোরেশনসহ সবপক্ষকে বসে কার্যকর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

আজ রবিবার (২০ নভেম্বর) বিচারপতি জেবিএম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ  নির্দেশ দেন। 

এর আগে গত ৩ এপ্রিল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মশা নিয়ন্ত্রণে সার্ভে করার নির্দেশ দেন হাইকোর্ট।

রিটকারী আইনজীবী বলেন, ২০১৯ সালের ১২ মার্চ শাহজালাল বিমানবন্দরে মশা নিধনে দায়িত্বরত কর্তৃপক্ষের অবহেলা নিয়ে প্রশ্ন তুলে রুল জারি করেন হাইকোর্ট। সেইসাথে রাষ্ট্রপক্ষের মাধ্যমে মশা নিধনে কর্তৃপক্ষের অবহেলার কারণ জানাতে নির্দেশ দেওয়া হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //