ব্রাহ্মণবাড়িয়ার পরিস্থিতি বিচার বিভাগে কালো দাগ সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন দেশের উচ্চ আদালত।
সাম্প্রতিক ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া বারের তিন আইনজীবীর উপস্থিতিতে আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) এমন মন্তব্য করে হাইকোর্ট।
এদিন, বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ আরও বলেন, অবস্থা এমন চলতে থাকলে সংশ্লিষ্ট আইনজীবীদের নিষিদ্ধসহ কঠোর পন্থা অবলম্বন করতে বাধ্য হবে আদালত।
এসময় তিন আইনজীবীর পক্ষে ফের সময় চাওয়া হলে হাইকোর্ট বলে, বারের সভাপতি হোক আর সাধারণ আইনজীবী কেউ আইনের ঊর্ধ্বে নয়। বার কাউন্সিল যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তবে হাইকোর্টে তাদের আজীবনের জন্য নিষিদ্ধ করতে বাধ্য হবে।
এর প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বারের সভাপতি হাইকোর্টকে জানান, ব্রাহ্মণবাড়িয়ায় আইনজীবীরা কোর্টে ফিরেছেন। তবে হাইকোর্ট ক্ষোভ প্রকাশ করে বলে, জবাব দিলে দেবেন, না দিলে আমরা আমাদের মত আদেশ দেবো। কারণ সাংবিধানিক প্রতিষ্ঠানকে অচল করেছে আইনজীবীরা তা চলতে পারে না।
পরে আগামী ২৬ ফেব্রুয়ারি শুনানির পরবর্তী দিন ধার্য করে হাইকোর্ট।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ব্রাহ্মণবাড়িয়া আদালত হাইকোর্ট আইন বিচার বিভাগ সংবিধান
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh