র‍্যাবের হেফাজতে নারীর মৃত্যুর কারণ উল্লেখ করে প্রতিবেদন

নওগাঁয় র‍্যাব হেফাজতে থাকা সুলতানা জেসমিনের মৃত্যুর কারণ উল্লেখ্য করে হাইকোর্টে ময়নাতদন্ত প্রতিবেদন দেয়া হয়েছে। প্রতিবেদনে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, ভুক্তভোগীর অস্বাভাবিক উচ্চ রক্তচাপের কারণে মারা গেছেন।

আজ মঙ্গলবার (২৮ মার্চ) সকালে হাইকোর্টে এ প্রতিবেদনে জমা দেয়া হয়। 

প্রতিবেদনে বলা হয়েছে, সুলতানাকে র‌্যাব হেফাজতে কোনো প্রকার নির্যাতন করা হয়নি।

দুপুরে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চে এ প্রতিবেদনের ওপর শুনানি হবে। একইসঙ্গে র‌্যাব হেফাজতে জেসমিনের মৃত্যুর অভিযোগ তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি চেয়ে করা আবেদনের ওপর শুনানি হবে। 

এর আগে গতকাল সোমবার (২৭ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় পোস্টমর্টেম রিপোর্ট তলব করেন। একই সঙ্গে সুলতানা জেসমিন র‍্যাবের কোন কোন কর্মকর্তার অধীন ছিলেন, তাদের নামের তালিকা আদালতে দাখিল করতে বলা হয়।

প্রসঙ্গত, সুলতানা জেসমিন নামে ওই নারী নওগাঁ সদর ভূমি অফিসে অফিস সহকারী ছিলেন। গত ২২ মার্চ সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ শহরের মুক্তির মোড় থেকে তাকে আটক করে র‌্যাব। গত শুক্রবার (২৪ মার্চ) সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //