একদিনের রিমান্ডে গায়ক নোবেল

প্রতারণার অভিযোগে মতিঝিল থানায় দায়ের করা মামলায় গায়ক মঈনুল আহসান নোবেলের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ শনিবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবীরের আদালত এ আদেশ দেন।

এর আগে, ডিবি পুলিশের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবির নোবেলকে আদালতে হাজির করে ৩ দিনের রিমান্ড আবেদন করেন। 

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা জানান, শরীয়তপুরের একটি স্কুলে গান গাওয়ার ব্যাপারে নোবেল গত ২৫ মার্চ একটি চুক্তিতে সই করেন। গত ২৮ এপ্রিল এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল।

কিন্তু গায়ক নোবেল আয়োজকদের কাছ থেকে কয়েক ধাপে আগাম ১ লাখ ৭২ হাজার টাকা নিলেও অনুষ্ঠানে উপস্থিত হননি। এ কারণে বিপাকে পড়তে হয় আয়োজকদের। তাই ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ সূত্র জানতে তাকে রিমান্ডে নেওয়া দরকার।

তবে নোবেলের আইনজীবীর দাবি করেন, হয়রানি করার উদ্দেশ্যে এই মামলা করা হয়েছে। রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন তিনি।

উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত নোবেলের জামিন আবেদন নাকচ করে রিমান্ড মঞ্জুর করেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //