নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০১ পিএম
আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৩ পিএম
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০১ পিএম
নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২৩ পিএম
বিচার বিভাগসহ দেশের সব বিভাগে দুর্নীতি ক্যান্সারের মতো ছেয়ে গেছে বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি বলেন, এই ক্যান্সার থেকে মুক্তি পাওয়াই বড় চ্যালেঞ্জ।
আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) উচ্চ আদালতে দুপুর ১২টার দিকে এসব কথা বলেন সদ্য নিয়োগ পাওয়া প্রধান বিচারপতি।
ওবায়দুল হাসান বলেন, বিচার বিভাগ রাজনৈতিকভাবে ব্যবহৃত হচ্ছে না। রাজনীতি করুন, তবে বিচার বিভাগকে রাজনীতির সাথে জড়াবেন না। বিচার বিভাগের ওপর আস্থার যে ঘাটতি রয়েছে, তা শুধু বিচারকদের কারণে নয়, এই বিভাগসংশ্লিষ্ট সবার জন্যই এমন পরিস্থিতি।
কাজের মাধ্যমে এ অবস্থার উত্তরণ ঘটবে উল্লেখ করে তিনি আরও বলেন, সামাজিক পরিবর্তন না আসলে শুধু মামলা করে অপরাধ দূর করা যাবে না।
এর আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে এ বিষয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh