প্রধানমন্ত্রীর পদত্যাগ না চেয়ে রিট

উত্তরসূরি না আসা পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বীয় পদ থেকে যেন পদত্যাগ না করেন, সেই নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। জনস্বার্থে এই রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মোজাম্মেল হক।

আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর আংশিক শুনানি হয়েছে। তবে পরবর্তী শুনানির জন্য আগামী নভেম্বরের প্রথম সপ্তাহের যেকোনও দিন নির্ধারণ করেছেন আদালত।

এই রিটে বিবাদী করা হয়েছে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও আইন সচিবসহ আটজনকে।

রিটকারী আইনজীবী মোজাম্মেল হক বলেন, আমি আশঙ্কা করছি, শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করা হতে পারে। এটি হলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তাই যাতে তিনি পদত্যাগ না করেন, সেই মর্মে নির্দেশনা চেয়ে জনস্বার্থে রিট করেছি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //