আদালতে শরবত পেলেন হাজতিরা

চলমান তাপপ্রবাহের ফলে রাজধানী ঢাকা যেন উত্তপ্ত মরুভূমি। তীব্র তাপদাহে ওষ্ঠাগত জনজীবন। এমন অসহনীয় গরমে ভোগান্তিতে পড়ছেন সব শ্রেণির মানুষ। বাদ পড়ছেন না আদালতে হাজির হওয়া হাজতিরাও। 

আদালত পরিচালনার সময় চলমান তাপপ্রবাহের কথা মাথায় রেখে হাজতিদের শরবত ও স্যালাইন খাওয়ানো হয়েছে। সামনের দিনগুলোতেও এ ব্যতিক্রমী কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানা যায়।

আজ বুধবার (২৪ এপ্রিল) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতিদের গরমে খানিকটা প্রশান্তি দিতে স্যালাইন ও শরবত খাওয়ানো হয়।

এ সময় দেখা যায়, স্বাচ্ছন্দ্যে এই শরবত পান করেন হাজতিরা। তীব্র এ গরমে স্যালাইন ও শরবত পান করে খুশি তারা।

এ প্রসঙ্গে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মাসফিকুল ইসলাম বলেন, গরমে হাজতিদের কথা বিবেচনা করে এই ব্যবস্থা করা হয়েছে। এমন কার্যক্রমে সম্মতি জানিয়েছেন পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

অন্যদিকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. আনোয়ারুল কবীর বাবুল জানিয়েছেন, হাজতিদের শরবত ও স্যালাইন খাওয়ানো হয়েছে। তাপপ্রবাহ অব্যাহত থাকলে এই কার্যক্রম চলমান রাখা হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //