পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মানহানির একটি মামলা খারিজ করেছেন আদালত।
সোমবার (১২ আগস্ট) শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আশীষ রায় মামলাটি খারিজ করে দেন। বিবাদীর আইনজীবী খন্দকার নাসির ও মেহেদী হাসান রুবেল বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৫ ডিসেম্বর ইস্ট লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তারেক রহমান।
সেখানে ইতিহাস বিকৃত করে সাবেক রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাজাকার-পাকবন্ধু’ হিসেবে অভিহিত করেন এবং ‘বঙ্গবন্ধু ১৯৭২ সালের ১০ জানুয়ারি পাকিস্তানি পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসেন’ বলে তারেক রহমান মন্তব্য করেন।
মামলার বাদী মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ রানা তারেক রহমানের এমন মন্তব্যে মানসিকভাবে আহত হয়েছেন বলে দাবি করেছেন। এ কারণে হাবিবুল্লাহ রানা ২০১৫ সালের ১৫ জানুয়ারি কলাপাড়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh