নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১১ পিএম
আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৪ পিএম
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন বিভাগের যুগ্ম সচিব (প্রশাসন-১) ও সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী।
আজ রবিবার (৮ সেপ্টেম্বর) আইন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, আইন ও বিচার বিভাগের যুগ্মসচিব (প্রশাসন-১) মো. গোলাম রব্বানীকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিবের চলতি দায়িত্ব প্রদান করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
গত ১ জুলাই সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানীকে বদলি করা হয়। ওই সময় চট্টগ্রামের জেলা ও দায়রা জজ হিসেবে নিয়োগ করা হয় তাকে। পরে শেখ হাসিনা সরকারের পতনের পর বিচারক মো. গোলাম রব্বানীকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি দেয় অন্তর্বর্তী সরকার।
গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারকে ওএসডি করা হয়। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে রবিবার (৮ সেপ্টেম্বর) তাকে উক্ত বিভাগের সংযুক্ত কর্মকর্তা করা হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : আইন ও বিচার বিভাগ নতুন সচিব গোলাম রব্বানী
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh