নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৯ পিএম
আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩০ পিএম
নুরুজ্জামান জনি হত্যা মামলায় সাত দিনের রিমান্ড শেষে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করে পুলিশ।
এদিন উত্তরায় পোশাককর্মী আজিজ হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক সজল চন্দ্র পাল। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান সেই আবেদন মঞ্জুর করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।
এর আগে গত ১২ সেপ্টেম্বর আছাদুজ্জামান মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন অপর একটি আদালত।
গত ১১ সেপ্টেম্বর রাতে রাজধানীর মহাখালী ফ্লাইওভার এলাকা থেকে গ্রেফতার করা হয় ডিএমপির সাবেক এই কমিশনারকে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh