নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ১১:০২ এএম
আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৬ এএম
বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী থানার এক হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক নূরুল ইসলাম সুজনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ রবিবার (২২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত তাকে রিমান্ডে চেয়ে পুলিশের করা আবেদনের ওপর শুনানি নিয়ে এই আদেশ দেন।
এর আগে রবিবার সকালে নূরুল ইসলামকে আদালতে হাজির করা হয়। তার উপস্তিতিতে উভয় পক্ষের শুনানি নিয়ে আদেশ দেন আদালত।
প্রসঙ্গত, গত ১৬ সেপ্টেম্বর রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরদিন দুপুরে ইমরান হাসান নামে এক শিক্ষার্থী গুলিতে নিহতের মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ডের আদেশ দেন।
ওইদিন বিকেলে এ মামলায় তার উচ্চ আদালতে জামিন শুনানি হয়েছে যা আদেশের জন্য রয়েছে জানিয়ে রিমান্ড বাতিলের আবেদন করেন তার আইনজীবী। বিকেলে শুনানি শেষে আদালত তার রিমান্ড স্থগিত করেন।
পরে রফিকুল ইসলাম হত্যা মামলায় নূরুল ইসলামকে গ্রেপ্তার দেখানোসহ ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা শেখর তালুকদার এই আবেদন করেন। আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। রিমান্ডের বিষয়ে শুনানির জন্য ২২ সেপ্টেম্বর দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানো হয়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : আইন রিমান্ড রেলমন্ত্রী আদালত
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh