নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ০৪:৫৯ পিএম
আপডেট: ২১ অক্টোবর ২০২৪, ০৫:০০ পিএম
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নাকে হত্যাচেষ্টা মামলায় ভুলবশত আসামি করা হয়েছে বলে জানিয়েছেন বাদী। একই সঙ্গে মামলা থেকে তার নাম বাদ দিতে আবেদনও করেছেন তিনি।
আজ সোমবার (২১ অক্টোবর) বেলা ১১টার দিকে খিলগাঁও থানায় এসে বাদী মো. বাকের নিজেই আবেদনটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউস হোসেন।
তিনি বলেন, ‘১১টার দিকে বাদী নিজে থানায় এসে মামলা থেকে জেড আই খান পান্নার নাম বাদ দেওয়ার আবেদন করেন। আমরা এই আবেদনের বিষয়টি বিজ্ঞ আদালতকে অবগত করব এবং মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার সময় উনার নাম বাদ দেব।’
লিখিত আবেদনে বাদী মো. বাকের বলেন, ‘খিলগাঁওয়ের মেরাদিয়া বাজারের পশ্চিমে শুক্কুর আলী গার্মেন্টস মোড়ে আমার ছেলে মো. আহাদুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে জখম করা হয়। এ ঘটনায় ১৮০ জনের বিরুদ্ধে থানায় এজাহার দাখিল করলে মামলা রুজু হয়। ওই এজাহারের ৯৪ নম্বর ক্রমিকে বর্ণিত বাংলদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্নাকে (৬৫) অজ্ঞতা ও ভুলবশত আসামি করা হয়। ৯৪ নম্বর ক্রমিকে বর্ণিত ব্যক্তিকে বাদ দিয়ে মামলাটি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করিতে মর্জি হয়।’
জেড আই খান পান্নার বিরুদ্ধে গত ১৯ জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সময় আহাদুলকে গুলি ও মারধর করে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন তার বাবা মো. বাকের। গত ১৭ অক্টোবর খিলগাঁও থানায় মামলাটি করা হয়৷ মামলায় জেড আই খান পান্নাকে ৯৪ নম্বর আসামি করা হয়। সেই মামলায় আজ হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন জেড আই খান পান্না।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh