ছাত্র-জনতার আন্দোলনে জোবায়ের ওমর খান হত্যার ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ী থানার মামলায় বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমানের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।
এদিন আলেপ উদ্দিনকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই)রাসেল সরদার। রাষ্ট্রপক্ষ রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করে। আসামি-পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ডের আদেশ দেন।
পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বুধবার (নভেম্বর) রাতে বরিশাল মহানগর এলাকা থেকে আলেপ উদ্দিনকে গ্রেফতার করে বরিশাল ডিবি-পুলিশ। তবে আলেপের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে বরিশাল রেঞ্জের উপ-মহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয় থেকে তাকে তুলে নেয় বরিশাল বিভাগের ডিবি-পুলিশ।
এ মামলায় বুধবার রাঙ্গামাটি ট্রেনিং সেন্টারের সাবেক পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
জানা গেছে, বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের সময় ৫ আগস্ট দুপুরে যাত্রাবাড়ীর শনির-আখড়া এলাকায় জোবায়ের ওমর খান গুলিবিদ্ধ হন। স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জোবায়ের ভাই মামলা করেন। মহিউদ্দিন ফারুকী এ মামলার এজাহারনামীয় ৫৯ নম্বর আসামি।
অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন এক সময় র্যাব-১১ এবং র্যাব সদর দফতর গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন। পরবর্তী সময়ে তাকে পুলিশের বিশেষ শাখায় বদলি করা হয়। তাকে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) করা হয়েছিল। এরপর গেলো সপ্তাহে আলেপকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছিল।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : রিমান্ড পুলিশ সুপার আলেপ উদ্দিন বরিশাল রেঞ্জ যাত্রাবাড়ী থানা রাষ্ট্রপক্ষ রিমান্ড বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh