গাজীপুরে বাসে অগ্নিসংযোগ মামলায় খালাস তারেক রহমান

গাজীপুরের জয়দেবপুরে বাসে অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৬০ জনকে খালাস দিয়েছেন আদালত।

আজ সোমবার (২ ডিসেম্বর) দুপুরে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক আহমেদ শাহরিয়ার তারিক শুনানি শেষে এ আদেশ দেন। এ নিয়ে গাজীপুরের বিভিন্ন থানায় হওয়া চার মামলা থেকে অব্যাহতি পেলেন তিনি।

তারেক রহমানসহ অন্য আসামিদের মামলা থেকে খালাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন আদালতের পরিদর্শক আহসান উল্লাহ চৌধুরী।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে জয়দেবপুর থানার ভোগড়া বাইপাস এলাকায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় বিশেষ ক্ষমতা (বিস্ফোরক) আইনে মামলা করেন জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আবুল হোসেন। এতে ভোগড়া এলাকার বাসিন্দা মো. হোসেন আলীকে প্রধান আসামি করে ৪১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়।

পরবর্তী সময়ে ওই মামলায় তারেক রহমানকে সংযুক্ত করে মোট ৬০ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলাটি দীর্ঘ শুনানির পর ওই ঘটনার কোনো সাক্ষী না থাকায় এবং মিথ্যা প্রমাণিত হওয়ায় আসামিদের অব্যাহতি দেওয়া হয়েছে।

আদালতে শুনানি চলার সময় রাষ্ট্রপক্ষে সরকারি কৌঁসুলি (পিপি) মোস্তফা কামাল, স্পেশাল পিপি আবু তাহের, অতিরিক্ত পিপি এরশাদ হোসেন এবং বিবাদীপক্ষে ছিলেন সহিদুজ্জামান, মো. সাইফুল ইসলাম মোল্লা, নাসির উদ্দিন প্রমুখ।

আইনজীবী সহিদউজ্জামান বলেন, এর আগে গত বৃহস্পতিবার ১০ বছর আগে গাজীপুরে করা বিস্ফোরক আইনের আরেক মামলা থেকে খালাস পান তারেক রহমান। তাঁর সঙ্গে একই মামলা থেকে অব্যাহতি পেয়েছেন গাজীপুর মহানগর যুবদলের সদস্যসচিব মাহমুদ হাসানসহ বিএনপি ও জামায়াতের ৬০ নেতা-কর্মী।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh