নাটোর
নাটোরের নলডাঙ্গায় ১৮ বাড়িতে গানপাউডার দিয়ে অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ৯৪ জনকে খালাস দিয়েছেন আদালত।
আজ বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ এফ এম মারুফ চৌধুরী এ রায় দেন।
আদালত সূত্র জানায়, ২০০৪ সালের ৭ ফেব্রুয়ারি নলডাঙ্গা উপজেলার রামশার কাজীপুরে অগ্নিসংযোগ ও লুটের অভিযোগে ২০০৭ সালের ২৬ ফেব্রুয়ারি নলডাঙ্গা থানায় দুলুসহ ১০৫ জনের নাম উল্লেখ করে মামলা করেন একই এলাকার আনিছুর শাহের ছেলে আসাদুজ্জামান আসাদ। মামলায় দুলুসহ ৯৪ জনের ৭ বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। রায়ের বিরুদ্ধে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতে আপিল করলে দীর্ঘ শুনানি শেষে আদালত সবাইকে খালাস দেন।
সরকারি কৌশলী অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর বলেন, বিচারক মামলার পর্যবেক্ষণে দুলুর ভাতিজা যুবদল নেতা সাব্বির আহম্মেদ গামা হত্যাকাণ্ডের পর বিষয়টি ভিন্ন খাতে নিতেই এ মামলা বলে জানিয়েছেন। গামা হত্যা মামলার আসামি ও তাদের স্বজনরা পরিকল্পিতভাবে দুলু ও তার স্বজনদের বিরুদ্ধে ঘটনার তিন বছর পর কাউন্টার হিসেবে এ মামলা করেন।
আসামিপক্ষের আইনজীবী মো. শরিফুল ইসলাম মুক্তা জানান, খালাস পাওয়ায় সংসদ নির্বাচনসহ কোনো নির্বাচনে প্রার্থী হতে বাধা নেই। রায়ে আইনের সুশাসন প্রতিষ্ঠা হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh