পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং ২৫ ফেব্রুয়ারি জাতীয় ‘শহিদ সেনা দিবস’ ঘোষণার দাবি জানিয়েছেন শহিদ পরিবারের সদস্যরা।
বুধবার (২৯ জানুয়ারি) সকালে রাজধানীর মহাখালীতে রাওয়াক্লাবে যৌথ সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।
সম্প্রতি পিলখানা হত্যাকাণ্ডে সাজাপ্রাপ্ত বিডিয়ার সদস্যদের মুক্ত করতে আন্দোলন করছে একটি মহল। সব দোষ চাপানো হচ্ছে স্বৈর শাসক শেখ হাসিনার ওপর। এমন বাস্তবতায় সংবাদ সম্মেলন করেন সেই ঘটনায় শহিদ সেনা সদস্যদের পরিবার ও বেঁচে ফেরা সাবেক সেনা সদস্যরা।
শহিদ পরিবারের সদস্যরা বলেন, পিলখানা হত্যাকাণ্ডে যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের কেউ নিরপরাধ নয়। তাই তাদের মুক্ত করার যে পাঁয়তারা চলছে সেটা অনৈতিক। এ ছাড়া এ ঘটনার নেপথ্যে যারা আছেন তাদেরকে আইনের আওতায় আনতে হবে।
এসময়, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারির সেই ৩৬ ঘণ্টার দুর্বিষহ ঘটনার বর্ণনা দেন তারা। সেদিনের ভয়াবহ স্মৃতি এখনও তাড়া করে শহিদ সেনা পরিবারের সদস্য ও সেদিনের ঘটনায় জীবন্ত ফিরে আসা সাবেক সেনা সদস্যদের।
সংবাদ সম্মেলনে শহিদ পরিবারের সদস্যরা বলেন, সেদিন যতজন বিডিয়ার সদস্যকে তারা দেখেছেন তাদের কেউ নিরপরাধ নয়। তাই যাদের সাজা হয়েছে, তাদের বিচার কার্যকর করতে হবে। মদদদাতা ও পরিকল্পনাকারীদের বের করে সাজার আওতায় আনার অনুরোধ করেন তারা।
শেখ হাসিনার আমলে যে মামলা ঝুলিয়ে রাখা হয়েছিল, সেটা অন্তর্বর্তী সরকার শেষ করবেন এবং সুষ্ঠু বিচার পাবেন বলে আশা প্রকাশ করেন শহিদ সেনা পরিবারে সদস্যরা।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : পিলখানা হত্যা শহিদ পরিবারের সদস্য দাবি
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh