শিবলী রুবাইয়াতের বিরুদ্ধে দুদকের মামলা

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামসহ ছয়জনের বিরুদ্ধে ঘুস গ্রহণের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।  

মামলার তাদের বিরুদ্ধে ৩ কোটি ৭৬ লাখ ২৯ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে আনা হয়েছে।

আজ বুধবার বিকালে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। 

মামলার অন্য আসামিরা হলেন- মোনার্ক হোল্ডিং ইনকরপোরেশনের চেয়ারম্যান জাবেদ এ. মতিন, ঝিন বাংলা ফেব্রিক্সের মালিক আরিফুল ইসলাম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এফএভিপি ইসরাত জাহান, ভাইস প্রেসিডেন্ট ইকবাল হোসেন এবং সাবেক শাখা ব্যবস্থাপক সৈয়দ মাহবুব মোরশেদ।

গতকাল রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে পুলিশ অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে গ্রেপ্তার করে।

মামলায় শিবলী রুবাইয়াত একাধিক ভুয়া চুক্তি দেখেয়ে ঘুস গ্রহণ করেছেন। ভুয়া বাড়ী ভাড়ার চুক্তি দেখিয়ে ১ কোটি ৯২ লাখ টাকা (২ লাখ ২৬ হাজার ৩০৮ ইউএস ডলার) গ্রহণ করেন। পরে, ভুয়া পণ্য বিক্রির চুক্তি দেখিয়ে আরও ১ কোটি ৮৪ লাখ ২৮ হাজার ৮২০ টাকা গ্রহণ করেন। মোট মিলিয়ে ঘুসের পরিমান দাঁড়ায় ৩ কোটি ৭৬ লাখ ২৯ হাজার টাকা।

২০২০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াতকে প্রথম দফায় বিএসইসির চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ার আগে অধ্যাপক শিবলী রুবাইয়াত সাধারণ বীমা করপোরেশনেরও (এসবিসি) চেয়ারম্যান ছিলেন।

এর আগে গত বছরের ৯ অক্টোবর দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত  তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে। এছাড়া তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিয়োগে পাসপোর্ট বাতিল করা হয় অন্তর্বর্তী সরকার তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার প্রস্তুতি নিচ্ছে।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh