নাগরিক কমিটির বহিষ্কৃত সদস্য দিলশাদ গ্রেপ্তার

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের অভিযোগে জাতীয় নাগরিক কমিটি নারায়ণগঞ্জের ফতুল্লা থানা ইউনিটের বহিষ্কৃত সদস্য দিলশাদ আফরিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে রাজধানীর রমনার একটি অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন রমনা থানার পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম।

তিনি বলেন, “জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের অভিযোগে লিগ্যাল অফিসার বাদী হয়ে একটি মামলা করেছেন। অভিযোগের ভিত্তিতে তাকে ফাউন্ডেশনের অফিস থেকেই গ্রেপ্তার করা হয়।”

গ্রেপ্তারের আগে দিলশাদকে ফাউন্ডেশনের সদস্যরা অফিসে আটকে রাখেন বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা। মামলার বাদীপক্ষের দাবি, ফাউন্ডেশনের একাধিক অর্থনৈতিক অনিয়মের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন দিলশাদ।

এর আগে ৮ এপ্রিল জাতীয় নাগরিক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে সংগঠনের শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়। তবে বিষয়টি গণমাধ্যমে আসে বৃহস্পতিবার বিকেলে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh