নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ০৭:৩২ পিএম
আপডেট: ১২ এপ্রিল ২০২৫, ০৭:৩৪ পিএম
বিশেষ ক্ষমতা আইনে মডেল ও ‘মিস আর্থ বাংলাদেশ’ মেঘনা আলমকে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মহানগর হাকিম আদালতে তাকে হাজির করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ডিবি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর হাকিম মো. সেফাতুল্লাহ বিশেষ ক্ষমতা আইনের ৩(১) ধারা অনুযায়ী তাকে ৩০ দিন কারাগারে আটক রাখার আদেশ দেন।
ভাটারা থানার আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই জাকির হোসেন জানান, আদালতের আদেশে বলা হয়েছে, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২(এফ) ধারায় জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিপন্থী ক্ষতিকর কাজ থেকে বিরত রাখার জন্য এবং আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এ আদেশ দেওয়া হয়েছে।
ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান বলেন, “মেঘনা আলমকে গ্রেপ্তারের পর আদালতে পাঠিয়েছে ডিবি। তবে কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু জানাননি তিনি।”
বুধবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মেঘনা আলমকে আটক করা হয়। আটকের আগে তিনি ফেসবুক লাইভে এসে অভিযোগ করেন, পুলিশ পরিচয়ধারীরা তার বাসার দরজা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করছে। লাইভটি ১২ মিনিটের বেশি সময় ধরে চলার পর বন্ধ হয়ে যায় এবং পরে তা তার ফেসবুক আইডি থেকে মুছে ফেলা হয়। তবে এর আগেই ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
মেঘনা আলম ‘মিস আর্থ বাংলাদেশ’ প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর মডেলিং ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলেন। তার গ্রেপ্তার ও কারাবন্দির ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : মেঘনা আলম বিশেষ ক্ষমতা আইন ডিবি পুলিশ গ্রেপ্তার
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh