শিক্ষক সংগঠনের ঐক্য ছাড়া জাতীয়করণ সম্ভব নয়

দেশে পাঁচ লাখেরও বেশী বেসরকারি শিক্ষক রয়েছেন। অন্যদিকে শিক্ষক আন্দোলন দেশের বৃহত্তর পেশাজীবী আন্দোলন হওয়ার পরেও সংগঠনগুলোর ঐক্যের অভাবে দাবি আদায় অনেকটাই মাঠে গড়াগড়ি খাচ্ছে।

সচরাচর লক্ষ্য করলে দেখা যাবে, দেশের বেসরকারি শিক্ষকদের অনেকগুলো সংগঠন আছে। কিন্তু তাদের মধ্যে কোনো ঐক্য নেই। এমনকি জাতীয়করণ সবার দাবি থাকলেও সেই দাবি আদায়ের ব্যাপারেও নিজেদের মধ্যে কোনো ঐক্য তৈরি করতে পারেনি। 

এমনও অনেক শিক্ষক সংগঠন আছে যাদের আন্দোলনের মাঠে কোনো ভূমিকা নেই। আবার এমনও হচ্ছে, অনেক সক্রিয় নেতাকে বিভিন্ন রাজনীতিক মামলা দিয়ে আন্দোলন থেকে দূরে রাখা হয়েছে। অনেক শিক্ষক আছেন- যারা শুধু নিজেদের স্বার্থে লেজুড়ভিত্তিক আপোস করছেন। তারা শুধু নিজের লাভটা নিয়েই বসে আছেন।

এদিকে আবার আন্দোলনের প্রশ্নে যখন শিক্ষক সংগঠনগুলো ডাক দেন তখন সাধারণ শিক্ষকদের অংশগ্রহণও খুব একটা পরিলক্ষিত হয় না। 

দাবি আদায়ের ক্ষেত্রে শিক্ষক সংগঠনগুলোর মধ্যেও রয়েছে ভিন্নতা। এর মধ্যে কোনো কোনো শিক্ষক সংগঠন চান- পুরো শিক্ষাব্যবস্থা যেনো জাতীয়করণ করা হয়। কিন্তু এটা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে বাস্তবায়ন করা আদৌ সম্ভব হবে কি না- তা কখনো তারা ভেবে দেখেনি। 

আবার অনেক শিক্ষক সংগঠন চাকরি জাতীয়করণের মাধ্যমে শিক্ষকদের আর্থিক নিরাপত্তার  জন্য আন্দোলন করছেন। আবার অনেক শিক্ষক সংগঠন আছে- যারা ভাতা বৃদ্ধির জন্য আন্দোলন করে যাচ্ছে। শিক্ষকদের মাঝে অনেকেই এখনো ননএমপিও। যারা দীর্ঘ সময় ধরে প্রতিষ্ঠানে সময় দিয়ে আসছে। অনেকের বয়স হয়ে যাচ্ছে, অথচ তারা এখনো সরকারি বেতন ভাতা থেকে বঞ্চিত। অন্যদিকে ডিগ্রি অনার্স শিক্ষকদের অনেকেই বিভিন্ন প্রতিষ্ঠানে বিনা বেতনে শ্রম দিয়ে যাচ্ছেন, যেটা অমানবিক। 

এক্ষেত্রে, যদি প্রতিষ্ঠানের আয় রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে শিক্ষকদের চাকরি জাতীয়করণ করা হতো তাহলে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বাড়তো। প্রতিষ্ঠান সরকারি হলে জাতিও উপকৃত হতে পারতো।

তাই শিক্ষক সংগঠনগুলো নানান মতে বিভক্ত থাকলে জাতীয়করণ অনেক দূরে পিছিয়ে পড়বে। অতএব সব মতভেদ ভুলে সকল শিক্ষক সংগঠন অভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয়করণ আন্দোলনকে বেগবান করার কোনো বিকল্প নেই। শিক্ষক সংগঠনের ঐক্য ছাড়া জাতীয়করণ সম্ভব নয়।

সৈয়দ শাহাদাত হোসাইন,
সহকারি অধ্যাপক
বাকলিয়া শহিদ এন এম এম জে বিশ্ববিদ্যালয় কলেজ, চট্টগ্রাম।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //