সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা

দেশের কোনো না কোনো স্থানে প্রায় প্রতিদিনই সড়ক দুর্ঘটনা সংগঠিত হচ্ছে। হতাহত হচ্ছে মানুষ। মৃত্যুকে যেন হাতের মুঠোয় নিয়ে সড়ক-মহাসড়কে চলতে হচ্ছে। বিভিন্ন কারণে মানুষ সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছে। দেখা যায় কানে মোবাইলফোন বা হেডফোন লাগিয়ে রাস্তা পার হচ্ছেন পথচারী। অনেকে আবার ব্যস্ততম রাস্তা দিয়ে দ্রুত পার হওয়ার চেষ্টা করছেন। এমনও দেখা যায় কিছু বাসযাত্রী মাঝ রাস্তায় চলন্ত গাড়ি থেকে নেমে পড়ছেন। আর ঠিক এরকম মুহূর্তে রাস্তায় চলমান কোনো গাড়ি দ্বারা দুর্ঘটনার সম্মুখীন হওয়া বিচিত্র নয়। এজন্য যাত্রীর অসচেতনতাই দায়ী। অনেক পথচারী আছেন যারা নিয়ম মেনে পথ চলেন না। সড়কপথে দুর্ঘটনা কমিয়ে আনতে গণপরিবহনের যাত্রী, পথচারী এবং যানচালকসহ সবাইকেই সতর্ক হতে হবে। আর সবাই সচেতন হলে দুর্ঘটনা অনেকাংশেই রোধ করা সম্ভব হবে।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //