লিয়াকত হোসেন খোকন রূপনগর, ঢাকা
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২০, ০৮:৪৬ এএম
‘জন্মিলে মরিতে হবে/অমর সে কোথা কবে?’ ম্যারাডোনাও চিরনিদ্রায় শায়িত হলেন। জীবনে ফুটবল খেলা তো কম দেখিনি—তার খেলা দেখা মনে হয়েছিলো, ম্যারাডোনার মতো খেলোয়াড় কালেভদ্রে জন্মায়। বিশেষ করে ম্যারাডোনা নামটি বহুদিন ধরে অনেকের স্মৃতিতে অমলিন হয়ে থাকবে। কেননা বিশ্ব ফুটবলে অবশ্যই সব থেকে বেশি আলোচিত ছিলেন ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে তার করা ‘হ্যান্ড অফ গড’ গোলের সৌজন্যে। তবে একই ম্যাচে ইংল্যান্ডের ছয় ডিফেন্ডারকে মাটি ধরিয়ে তার করা গোল ‘শতাব্দীর সেরা গোল’-এর সম্মান পায়। আর এভাবেই ফুটবল মানচিত্রে একাই আর্জেন্টিনাকে শীর্ষে উঠিয়ে এনেছিলেন বিশ্ব ফুটবলের রাজপুত্র ম্যারাডোনা। অবশেষে বলি, দিয়াগো ম্যারাডোনা তুমি যে যেখানেই থাকো না কেন, শান্তিতে থেকো। ফুটবল জগতে তোমার নামটি চিরস্মরণীয়। তোমার অসাধারণ ফুটবল খেলা ও গোল করার সেই দৃশ্য আজো ক্ষণে ক্ষণে ভেসে ওঠে চোখের পাতায়।
ABOUT CONTACT ARCHIVE TERMS POLICY ADVERTISEMENT
প্রধান সম্পাদক: ইলিয়াস উদ্দিন পলাশ | প্রকাশক: নাহিদা আকতার জাহেদী
প্রধান সম্পাদক: ইলিয়াস উদ্দিন পলাশ
প্রকাশক: নাহিদা আকতার জাহেদী
অনলাইন সম্পাদক: আরশাদ সিদ্দিকী
অনলাইন সম্পাদক: আরশাদ সিদ্দিকী | ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
© 2021 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh