পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাণিজ্যিক কার্যক্রম

পাবলিক বিশ্ববিদ্যালসমূহে সান্ধ্য কোর্সের বিরূপ প্রভাবের বিষয়ে মহামান্য রাষ্ট্রপতি সম্প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তা সত্ত্বেও নানা অজুহাতে এই ধরনের অবৈধ কার্যক্রম চালু রাখা হয়েছে। কয়েকটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেন্টার ও ইন্সটিটিউটে সার্টিফিকেট কোর্সের নামে চলছে বাণিজ্যিক কার্যক্রম। অনেক প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ল্যাব সুবিধা ব্যবহার করে শিক্ষকেরা বাণিজ্যিক টেস্ট ও কনসালটেন্সি করেন বলে অভিযোগ পাওয়া যায়। পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক প্রাইভেট বিশ্ববিদ্যালয়সমূহে অনুমোদিত সময়সীমার অতিরিক্ত সময় ক্লাস নেন। বাণিজ্যিক স্বার্থে এই ধরনের কার্যক্রমে অনেক শিক্ষক খুব আগ্রহী হলেও বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কোর্সের শিক্ষা কার্যক্রমে ও গবেষণার মানোন্নয়নে তারা উদাসীন। বিশ্ববিদ্যালয় আইনের পরিপন্থি বিষয়ে ইউজিসি-র না জানার কোনো কারণ নেই, কিন্তু এটা নিয়ন্ত্রণে তারাও একরকম অসহায় বলে মনে হয়। ফলস্বরূপ, বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কোর্সের শিক্ষার্থীরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই বিশ্ববিদ্যালয়গুলোকে এইসব কার্যক্রম থেকে বিরত রাখতে ইউজিসিকে জরুরি ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাই।



 


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //