স্বাস্থ্যবিধি মানতে এত অনীহা কেন!

দেশের অধিকাংশ মানুষ স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে মারাত্মক উদাসীন! করোনা নিয়ে তাদের মধ্যে নেই কোনো উদ্বেগ কিংবা সতর্কতা। যখন যুক্তরাজ্য-আমেরিকার মতো দেশগুলো হিমশিম খাচ্ছে এই ভাইরাসে। এর মধ্যে বিশেষজ্ঞরা জানান দিয়েছেন, প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের মতো আসতে পারে করোনার তৃতীয় ঢেউও। আর এই ধাক্কা সামলানো বা মোকাবিলা করার সক্ষমতা যে আমাদের নেই তা একরকম ওপেন সিক্রেট। এদিকে কোনো কিছুর পরোয়া না করে হাট-বাজার, মাঠ-ঘাটসহ জনসমাগমপূর্ণ স্থানে মানুষজন ঘুরে বেড়াচ্ছে কোনো রকম স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে। উদ্ভূত এ পরিস্থিতির লাগাম টেনে ধরবে কে। স্থানীয় প্রশাসনসহ সরকারের দায়িত্বশীল মহলকে সরব ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি নিজ নিজ জায়গা থেকে প্রত্যেককে হতে হবে সচেতন। তবেই আমরা এই ঘাতক ভাইরাসের আগ্রাসন থেকে নিজেদের রক্ষা করতে পারব।



সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //