নকল মাস্কে বাজার সয়লাব

করোনাকে পুঁজি করে মুনাফালোভী অসাধু ব্যবসায়ীরা মানহীন ও নকল মাস্ক উৎপাদন প্রতিযোগিতায় নেমেছে। বর্তমানে ফুটপাত, ভ্যান গাড়ি থেকে শুরু করে বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে এসব নকল মাস্ক। সাধারণ মানুষের চাহিদা ও সরল বিশ্বাসকে কাজে লাগিয়ে নকল মাস্কের রমরমা ব্যবসা এখন চোখে পড়ার মতো। করোনো থেকে নিজেকে রক্ষা করতে প্রায় সবাই এখন ঘরের বাইরে মাস্ক ব্যবহার করছে। কিন্তু নিম্নমানের এসব সুরক্ষা সামগ্রী করোনাভাইরাস প্রতিরোধ করা থেকে এর মাধ্যমে ছড়ানোর সম্ভাবনা আরো বেশি। শুধু তাই নয়, এসব মাস্ক ব্যবহারের পরে যত্রতত্র ফেলে পরিবেশেরও মারাত্মক ক্ষতি করা হচ্ছে। দেশে তৈরি এসব পণ্য কী ধরনের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে এবং মানসম্পন্ন ও গুণগত কি না সে ব্যাপারে মান যাচাই হচ্ছে না বললেই চলে। নকল ও ভেজাল সুরক্ষা সামগ্রী বিক্রি ও উৎপাদন বন্ধে ভ্রাম্যমাণ আদালত ও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান তৎপরতা দেখা গেলেও থেমে নেই এসব পণ্যের ক্রয়-বিক্রয়। তাই জনস্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় নিম্নমানের সুরক্ষা সামগ্রী উৎপাদন ও বিক্রি বন্ধে প্রশাসন কর্তৃক নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা ও শাস্তির ব্যবস্থা করতে হবে।



সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //