ট্রেনে ছিনতাই

ট্রেনযাত্রা নিরাপদ হলেও ইদানীং ট্রেনে ছিনতাইয়ের ঘটনা নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। রেলযাত্রীদের অসাবধানতা ও রেলওয়ে পুলিশের অবহেলায় ঘটছে এ ঘটনা। অনেক যাত্রীই এ পর্যন্ত হারিয়েছেন নগদ অর্থ, মোবাইলফোন ও মানিব্যাগসহ নানা প্রয়োজনীয় জিনিস। এমনকি শিক্ষার্থীরা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে গিয়ে অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় হারিয়েছে তাদের প্রয়োজনীয় কাগজপত্র। রাতে ছিনতাই বেশি হলেও দিনের আলোতে বেড়েই চলেছে ছিনতাই। ট্রেনে ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধির কারণ রেল জংশনে নেই কঠোর নিরাপত্তাবেষ্টনী। ফলে ছিনতাইকারী দ্রুত পালিয়ে যেতে পারে। রেল জংশন চারদিক থেকে খোলামেলা হওয়ায় বহিরাগতদের আনাগোনায় বাড়ছে ঝুঁকি। চলছে প্রকাশ্যে মাদক সেবনও। রেলযাত্রায় ছিনতাইয়ের মতো ঘটনা নিরসনে প্রশাসনিক নজরদারি বাড়ানোসহ রেল জংশনের চারপাশে কঠোর নিরাপত্তাবেষ্টনী জোরদার করতে হবে। বিষয়টি অতিব জরুরি। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।



সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //