ভূগর্ভস্থ পানির বিকল্প

পানির অপর নাম জীবন। পান করা ছাড়াও নিত্য প্রয়োজনীয় বিভিন্ন কাজে আমরা পানি ব্যবহার করি। বিভিন্ন উৎস থেকে পানি পেয়ে থাকলেও ভূগর্ভস্থ পানির ওপরই আমাদের নির্ভরশীলতা বেশি। কিন্তু ভূগর্ভ থেকে মাত্রাতিরিক্ত পানি উত্তোলনের ফলে বিশুদ্ধ পানির স্তর প্রতিনিয়ত নিচে নেমে যাচ্ছে। এতে করে পানি যেমন দুষ্প্রাপ্য হচ্ছে, তেমনি পানি উত্তোলনের ব্যয় বেড়ে যাচ্ছে। লক্ষ করলে দেখা যায়, শহরাঞ্চলে খরা মৌসুমে টিউবওয়েল থেকে ঠিকমতো পানি ওঠে না। যার ফলে সাধারণ মানুষ পানি নিয়ে এক তীব্র বিড়ম্বনার সম্মুখীন হয় এবং উপায়হীন হয়ে দূষিত পানি পান করায় বিভিন্ন রকম রোগ-ব্যাধিতে আক্রান্ত হয়ে থাকে। এই পরিস্থিতি মোকাবিলায় যদি অন্যান্য উৎস থেকে পানি সংগ্রহ ও বিশুদ্ধ করে যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের কাছে পৌঁছানো গেলে ভূগর্ভস্থ পানির ওপর চাপ অনেকাংশে কমে যাবে, রোগ-ব্যাধি থেকে রেহাই মিলবে এবং সর্বোপরি জনদুর্ভোগ লাঘব হবে। এই বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।



সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

বিষয় : চিঠি

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //