ফ্লাইওভারে নজরদারি বাড়াতে হবে

যানজট কমিয়ে সড়কে যানবাহনের স্বাভাবিক ও প্রত্যাশিত গতি নিশ্চিত করতে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ফ্লাইওভার নির্মাণ করা হয়েছে। রাজধানীর ফ্লাইওভারগুলো যানজট নিরসন ও যাত্রীদের সহজ চলাচলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

দুঃখজনক হলো, কোনো কোনো ফ্লাইওভারের নিচে মাদকাসক্ত ও ছিনতাইকারীদের আড্ডা দেখা যায়। এ ছাড়া গভীর রাতে ফ্লাইওভারের উপরে অপরাধীদের অবাধ বিচরণের বিষয়টিও উদ্বেগজনক। 

এজন্য ফ্লাইওভারের প্রবেশমুখসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো প্রয়োজন।


সুরাইয়া ইয়াসমিন তিথি
শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //