বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস ও সময়সূচি দ্রুত প্রকাশ করুন

করোনা মহামারির কারণে দেড় বছরেরও বেশি সময় আমরা শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারিনি। টেলিভিশনে প্রচারিত ও অনলাইন ক্লাস বেশিরভাগ শিক্ষার্থীর কাছে না পৌঁছলেও আমরা বাড়িতে থেকেই লেখাপড়া চালিয়ে যাওয়ার চেষ্টা করেছি। বর্তমানে সীমিত পরিসরে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হয়েছে। 

গত বছর অটোপ্রমোশন দেয়ায় আমরা কোনো পরীক্ষায় অংশ নিতে পারিনি। এ বছরও অটোপ্রমোশন দেয়া হলে আমাদের শিক্ষাজীবনের ভীষণ ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেক শিক্ষার্থীরই লেখাপড়ার প্রতি আগ্রহ একেবারেই কমে যাবে। কাজেই সংক্ষিপ্ত সিলেবাস অনুসরণ করে সব শ্রেণির শিক্ষার্থীর জন্য অন্তত বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা উচিত। সংক্ষিপ্ত আকারে এক থেকে দেড় ঘণ্টায় পরীক্ষা নিলে প্রতিদিন কমপক্ষে তিনটি শ্রেণির পরীক্ষা নেয়া যাবে। এভাবে এক সপ্তাহেই পরীক্ষা শেষ করা যাবে। বর্তমানে স্বাস্থ্যবিধি অনুসরণ করে শিক্ষক-শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে উপস্থিত হলেও বার্ষিক পরীক্ষা সম্পর্কে সুনির্দিষ্ট নির্দেশনা না থাকায় যথাযথভাবে শিক্ষা কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে না। 

কাজেই বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস ও সময়সূচি দ্রুত প্রকাশ করা উচিত। আশা করি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেবেন।


অহনা বিশ্বাস
নবম শ্রেণি, সারদা সুন্দরী উচ্চ বালিকা বিদ্যালয়, ফরিদপুর

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //