প্রাথমিকে রমজানে মহিলা শিক্ষকদের বিড়ম্বনা

হাইস্কুল-কলেজ ২০ রমজান পর্যন্ত খোলা থা‌কলে কোন বাধা নেই (সেখানে ২/৩ জনের বে‌শি ম‌হিলা শিক্ষক নেই)। তবে  প্রাথ‌মিক বিদ্যালয় য‌দি ২০ রমজান পর্যন্ত খোলা রাখা হয় তাহ‌লে ম‌হিলা শিক্ষক‌দের প্রতি সহম‌র্মিতা জ্ঞাপন ক‌রে তীব্র আপ‌ত্তি ‌জানাচ্ছি- কর্তৃপ‌ক্ষের এ সিদ্ধা‌ন্তের বি‌রো‌ধিতা ক‌রে, সেই সা‌থে কর্তৃপ‌ক্ষকে সদয় হওয়ার জন্য বিনীত নি‌বেদন কর‌ছি।

রমজা‌নে মা‌সে অ‌ফিস সময়সূ‌চি সাধারণত সকাল ৯টা থে‌কে সা‌ড়ে ৩টা পর্যন্ত। প্রাথমিক বিদ্যালয়ে ম‌হিলা শিক্ষক ৬০% কোটায় নি‌য়োগ পে‌য়ে বর্তমা‌নে প্রায় ৮০‌ থে‌কে ৮৫% ম‌হিলা শিক্ষকের সংখ্যা দাঁড়ি‌য়ে‌ছে। ম‌হিলা শিক্ষক তা‌দের প‌রিবার ও সংসারের সব‌কিছু সাম‌লি‌য়ে দীর্ঘপথ পে‌রি‌য়ে স্কুলে আস‌তে হয়। 

রমজান মা‌সে সা‌ড়ে ৩টায় স্কুল ছু‌টি হ‌য়ে দীর্ঘপথ পে‌রি‌য়ে বাসায় ফির‌তে অ‌নে‌কের ৪/৫টা লেগে যায়। সে সম‌য়ে বাসায় ফি‌রে ক্লান্ত শরী‌রে প‌রিবারের জন্য ইফতার প্রস্তুত করা কতটা ক‌ঠিন হ‌বে সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ‌ভে‌বে দে‌খার বিনীত অনু‌রোধ কর‌ছি।

শিক্ষক ও সমন্বয়ক,
প্রাথ‌মিক সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় প‌রিষদ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //