শহরমুখী জনস্রোত বন্ধ করা জরুরি

করোনা পরিস্থিতিতে স্পষ্ট হয়েছে, শহরমুখী জনস্রোত অব্যাহত থাকলে আগামীতে রাজধানীসহ বিভিন্ন শহরে নানা রকম অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বিভিন্ন উপজেলা শহরে বসবাসকারী অনেক শিক্ষিত তরুণ জানে না রাজধানীতে ঘনবসতির কারণে কী কী সমস্যা সৃষ্টি হয়েছে।

অনেক তরুণের ধারণা, রাজধানীতে না গেলে জীবনে সফলতা আসবে না। বর্তমানে রাজধানীর পরিবেশ নানা কারণে ভয়াবহ দূষণের শিকার।

এক কথায় বলা যায়, এখনই যথাযথ পদক্ষেপ নেওয়া না হলে রাজধানীর পরিবেশ মারাত্মক দূষণের শিকার হবে। বিভিন্ন রকম দূষণের বিষয়ে বিশ্বে রাজধানী ঢাকার অবস্থান, রাজধানীর যানজট পরিস্থিতি-এসব বিষয় সারা দেশের তরুণদের সামনে তুলে ধরতে হবে। একইসাথে তারা যাতে নিজ গ্রামে, নিজ উপজেলা শহরে অবস্থান করতে উৎসাহবোধ করে, সেজন্য যথাযথ পদক্ষেপ নিতে হবে। সমন্বিত পদক্ষেপ নেওয়া না হলে শহরমুখী জনস্রোত বন্ধ হবে না।


ফারুক হোসেন ধানমণ্ডি, ঢাকা

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

বিষয় : রাজধানী

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //