মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি রোধে পদক্ষেপ নিন

মেয়াদোত্তীর্ণ ভোগ্যপণ্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বর্তমানে দেশের অভিজাত সুপারশপগুলোয় মানসম্মত পণ্য বিক্রির বিষয়ে সতর্কতা অবলম্বন করা হলেও পাড়া-মহল্লার বহু খুচরা দোকানেই তা লক্ষ করা যায় না। অথচ পাড়া-মহল্লার খুচরা দোকানের ওপরই মানুষের নির্ভরতা বেশি। কাজেই খুচরা পর্যায়ে জোরালো নজরদারি রাখা না হলে অসাধু ব্যবসায়ীরা পণ্য বিক্রির ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবে কি না, সে বিষয়ে সন্দেহ থেকেই যায়। 

লক্ষ করা গেছে, কর্তৃপক্ষের জোরালো নজরদারি থাকলে ব্যবসায়ীরা পণ্য বিক্রির ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে। মেয়াদোত্তীর্ণ খাবার খেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় স্বল্প ও সীমিত আয়ের মানুষ। এখনো সমাজের বিপুলসংখ্যক মানুষ এ বিষয়ে বিস্তারিত জানে না। যারা জানে, তারাও তা মানার বিষয়ে সচেতন নয়। সাধারণ মানুষের অসহায়ত্বকে যেসব অসাধু ব্যবসায়ী সুযোগ হিসাবে নেয়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। 

মোট কথা, মেয়াদোত্তীর্ণ পণ্যের বিষয়ে জনগণকে সচেতন করার জন্য যা যা করা দরকার, যথাসময়ে সব ধরনের পদক্ষেপ নিতে হবে।


জসিম উদ্দিন হাওলাদার উত্তরা, ঢাকা

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //